মায়ের পেটের মধ্যেই (গর্ভেই) মারামারি করছে যমজ শিশু। আলট্রাসাউন্ডের ভিডিওতে এই আজব ঘটনা দেখে রীতিমতো হতবাক হয়ে গেছেন চিকিৎসকরা। জন্মের আগেই কী নিয়ে ঝগড়া বাঁধল এই দুই সহোদরের? ভিডিওতে দেখা গেছে, রীতিমতো মারপিট করছে ওই যমজ শিশুরা। ঘটনাটি ঘটেছে চীনের ইয়ানচুন এলাকায়। চিকিৎসকের কাছে নিয়মিত চেকআপে গিয়েছিলেন ৪ মাসের অন্তঃসত্ত¡া এক নারী। চেম্বারে চিকিৎসক তার আলট্রাসাউন্ড করেন। সেখানেই দেখা যায়, মায়ের গর্ভেই মারপিট শুরু করে দিয়েছে যমজরা। মজার এই ঘটনাটি মোবাইলে রেকর্ড করে রাখেন ওই নারীর স্বামী। পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন