শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আসামে চিহ্নিত করা হয়েছে ৪০ লাখ অবৈধ : অমিত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র সভাপাতি অমিত শাহ বুধবার বলেছেন যে এনডিএ সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ‘৪০ লাখ অবৈধ বিদেশি’ চিহ্নিত করেছে। এই ৪০ লাখ মানুষের জাতীয়তার পরিচয় পর্যন্ত এখনো নিশ্চিত করা যায়নি। মহারাষ্ট্রের সাংলিতে এক নির্বাচনী জনসভায় শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনআরসি চালু করেছেন। প্রায় ৪০ লাখ ‘অবৈধ অনুপ্রবেশকারী’ চিহ্নিত হয়েছে। কিন্তু রাহুল বাবার কোম্পানি (রাহুলের দল)- শারদ পাওয়ার, মমতা ব্যানার্জি, অখিলেশ যাদব, মায়াবতী-সবাই হৈচৈ শুরু করে দিয়েছেন, কেন তাদেরকে বহিষ্কার করা হবে, তারা কোথায় যাবে, তাদের মানবাধিকার কি হবে- এসব অনুপ্রবেশকারী কি তাদের আত্মীয়-স্বজন? এরা যখন বোমা হামলা ও অন্যসব উপায়ে সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত হয় তখন ক্ষতিগ্রস্তদের মানবাধিকার কোথায় থাকে?’ মজার বিষয় হলো, শাহ এমন এক সময় এই ৪০ লাখ ‘বিদেশী’র কথা বললেন যখন জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) হালনাগাদের প্রক্রিয়া চলছে। এনআরসি’র খসড়া তালিকায় ৪০ লাখ আবেদনকারীর নাম বাদ পড়ে যায়। এরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু বিজেপি নেতা দলীয় সীমারেখা না মেনে লোক সভা নির্বাচনে ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে ওই সংখ্যাটিকেই অবৈধ অনুপ্রবেশকারী বলে প্রচার করে বেড়াচ্ছেন। এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন