উত্তর : বিশ্বনবী রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘রোজা ঢালস্বরূপ।’ ঢাল শত্রুর আক্রমণ প্রতিরোধ ও প্রতিহত করে। তেমনি রোজা দুনিয়ার জীবনে রোজাদারকে গোনাহ হতে রক্ষা করে। আর পরকালে তা জাহান্নাম হতে রোজাদারকে বাঁচায়। সুতরাং রোজার মর্যাদা রক্ষার্থে গোনাহের কাজ হতে বিরত থাকতে হবে এবং অশ্লীল কথাবার্তা, হট্টগোল, চিৎকার সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। তখনই রোজার ঢাল হওয়ার বাস্তবতা প্রমাণিত হবে।
প্রমাণপঞ্জি: সহীহ বুখারী ও সহীহ মুসলিম : কিতাবুস সাওম।
উত্তর দিয়েছেন : মুমতাজুল ফুকাহা এ কে এম ফজলুর রহমান মুনশী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন