শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ব্রিটেনে খ্রিস্টানরা এখন সংখ্যালঘু

প্রকাশের সময় : ২৫ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নতুন এক গবেষণায় বলা হয়েছে, যুক্তরাজ্য দিনদিনই অধার্মিক হয়ে যাচ্ছে। দেশটিতে খ্রিস্টানদের সংখ্যা ছাড়িয়ে গেছে সেইসব লোকেরা যারা বলেছেন, তারা কোনো ধর্মে বিশ্বাস করেন না। ইংল্যান্ড ও ওয়েলসের প্রায় অর্ধেক মানুষ বলেছেন, তাদের কোনো ধর্ম নেই। মাত্র তিন বছর আগেও এই সংখ্যা ছিল ২৫ ভাগ। তিন বছরের ব্যবধানে এই সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না তাদের সংখ্যা এখন ৪৮.৮ শতাংশ আর অ্যাংলিকান, ক্যাথলিক এবং খ্রিস্টানদের অন্যান্য শাখায় বিশ্বাসীর সংখ্যা ৪৩.৮ শতাংশ। সেন্ট ম্যারি’স ক্যাথলিক ইউনিভার্সিটির স্টিফেন বুলিভ্যান্টের লেখা এক প্রতিবেদনে ইংল্যান্ড ও ওয়েলসে খ্রিষ্টান ধর্মের এই হালহকিকত প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি হাউজ অব কমন্সে প্রকাশ করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাংলিকান এবং ক্যাথলিক উভয় গির্জাই লোকদের খ্রিস্টান হিসেবে ধরে রাখতে হিমশিম খাচ্ছে। ডেইলি মেইল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন