ইনকিলাব ডেস্ক : মার্কিন ড্রোন হামলায় তালিবানপ্রধান মোল্লা আখতার মনসুর নিহত হয়েছেন, এমন খবর নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সন্ত্রাসবাদের মূলোৎপাটনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পাকিস্তানের মাটিতে হামলা চালিয়ে যাবে। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তালিবান নেতাকে হত্যা একটি মাইলফলক বলে জানান তিনি। গত শনিবার পাকিস্তানের বেলুচিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত হন মনসুর। এদিকে মার্কিন ড্রোন হামলাকে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি চিকিৎসার জন্য রোববার লন্ডনে পৌঁছে সাংবাদিকদের বলেন, ওই হামলার জন্য যুক্তরাষ্ট্রের কাছে তীব্র প্রতিবাদ জানানো হবে। এদিকে তালিবানের শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুর নিহত হওয়ার পর নতুন নেতা নির্বাচনে বৈঠকে করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। দ্য এক্সপ্রেস ট্রিবিউন, ডন, এএফপি।
মন্তব্য করুন