শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ধোঁয়াশা কাটেনি সাধারণ মানুষের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

আইনস্টাইন কিংবা স্টিফেন হকিংস, বিজ্ঞানীদের কাছে বিস্ময় ছিল ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। তবে, গেল ১০ এপ্রিল, কৃষ্ণগহবরের ছবি প্রকাশের পরও; ধোঁয়াশা কাটেনি সাধারণ মানুষের মনে। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহবর। যেখানে লুকিয়ে আছে, মহাকাশের এক অনন্ত বিস্ময়। যার মাধ্যাকর্ষণ শক্তি থেকে রেহাই পায় না আলোও। ব্ল্যাক হোলের অবয়ব এতদিন ছিল, শুধু কল্পনার ক্যানভাসে। এবার তার ছবি তুলে এনেছেন, বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ৫ কোটি ৩০ লাখ আলোকবর্ষ দূরের একটি গ্যালাক্সির কেন্দ্রের, ব্ল্যাক হোলের ছবি তুলতে, টানা ২৪ মাস নিরলস পরিশ্রম করেছেন, ২শ জ্যোতির্বিজ্ঞানী। বসানো হয়েছিলো, ৮টি ইভেন্ট হরাইজন টেলিস্কোপ। একসাথে যার দৈর্ঘ্য পৃথিবীর পরিধির অর্ধেক। ছবিটির মাঝের কালো অংশটি ব্ল্যাক হোল। আর আশপাশের আলোকিত অংশ হলো, ইভেন্ট হরাইজন থেকে বেরিয়ে আসা রেডিও তরঙ্গের। এর ফলেই সম্ভব হয়েছে ব্ল্যাক হোলের অস্তিত্ব খুঁজে পাওয়া। বিজ্ঞানীরা বলছেন, এর মাধ্যমে জ্যোতির্বিদ্যা আরও বহুদূর এগিয়ে যাবে। গাণিতিক তথ্য আর কল্পনার মিশেলে, ১৯৮২ সালে প্রথম ব্ল্যাক হোলের ছবি আকেন, জঁ পিয়ের ল্যুমিয়ের। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন