শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হনুমান-আতঙ্কে পশ্চিমবঙ্গের পুলিশ

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রেল শহর চিত্তরঞ্জন এক মাস ধরে এক হনুমান খাকি পোশাকের পুলিশ দেখলেই তেড়ে আসছে। দুর্ধর্ষ এই হনুমান এ পর্যন্ত কামড়েছে ১৫ পুলিশ সদস্যকে। আতঙ্কিত রেল পুলিশ শেষ পর্যন্ত গ্রেফতার করে খাঁচায় বন্দী করেছে হনুমানটিকে। এই হনুমানের ভয়ে খাকি পোশাক পড়ে ডিউটিতে আসতে ভয় পাচ্ছিলেন রেল পুলিশের কর্মীরা। নিজে হনুমানের কামড় খেয়েছেন, এমন এক রেল পুলিশ কর্মী জানিয়েছেন, ডিউটি করার সময়ে কোথা থেকে লাফিয়ে এসে কামড়ে দিল হনুমানটা। এভাবে ডিউটি করা যায় না কি? রেলের ইঞ্জিন কারখানাকে কেন্দ্র করেই শহর, তাই সেখানে রেল সুরক্ষা বাহিনী বা আর পি এফের উপস্থিতি যথেষ্ট। প্রায় জনা ১৫ রেল পুলিশকে কামড়িয়ে দিয়েছে ওই হনুমানটি। কর্মীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, বলছিলেন চিত্তরঞ্জনের ভারপ্রাপ্ত রেল সুরক্ষা কমিশনার শ্যামসুন্দর তিওয়ারি। রেল পুলিশই ওই হনুমানটির মূল টার্গেট, তবে দুজন সাধারণ নাগরিককেও কামড়েছে হনুমানটি। বাচ্চাদের বাড়ির বাইরে একা পাঠাতে ভয় পাচ্ছিলেন মানুষ। কেন যে হনুমানটির পুলিশের ওপরে রাগ সেটা বোঝা যায়নি। তবে তার পায়ে একটা চোট দেখে মনে করা হচ্ছে হয়তো কোনো খাকি পোশাক পড়া কেউ ওই হনুমানটিকে আঘাত করেছিলেন, সেই থেকেই খাকি পোশাকের ওপরে তার রাগ। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন