রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিগারেটের নেশায় বিমানযাত্রীর কান্ড

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শিশুরা খেলনা নিয়ে বায়না করলে, মায়েদের দেখা যায় কখনও ভুলিয়ে-ভালিয়ে বা কখনও ধমক দিয়ে শান্ত করতে। কিন্তু একজন পূর্ণবয়স্ক মানুষ যদি সিগারেটের জন্য বায়না করেন? তাও আবার মাটি থেকে ৩৮০০০ ফিট উঁচুতে! এমনই ঘটল মিউনিখ থেকে কানাডার ভ্যাঙ্কুবারগামী একটি বিমানে। সহযাত্রীরা জানিয়েছেন, প্লেনে ওঠার পর থেকেই লোকটি উসখুস উসখুস শুরু করছিলেন। কিন্তু এ রকম যে কিছু করতে পারেন, তা তারা ভাবতেও পারেননি। প্লেন তখন মাটি থেকে ৩৮,০০০ ফিট উঁচু দিয়ে উড়ছে। এমন সময় ওই লোকটি লাইটার ধরান। তাকে এসে বাধা দেন কেবিন ক্রুরা। সঙ্গে সঙ্গেই তিনি চিৎকার জুড়ে দেন। আর এরপরই তিনি কেবিনের দরজা খুলে দাঁড়িয়ে পড়েন! প্রায় ঝাঁপ দিতে যাবেন, এমন সময় কোনোমতে তাকে আটকানো হয়। তার একটাই দাবি, তাকে সিগারেট খেতে দিতে হবে। অনেক বুঝিয়েও তাকে ক্ষান্ত করতে ব্যর্থ হন বিমানসেবিকারা। শেষ পর্যন্ত গতিপথ বদল করে জরুরি ভিত্তিতে হামবুর্গে নামানো হয় বিমানটি। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন