শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জুলিয়ান অ্যাসাঞ্জের ৫০ সপ্তাহ কারাদণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মে, ২০১৯, ৯:৪৩ এএম

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ৫০ সপ্তাহ কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের আদালত। জামিনের শর্ত না-মানায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিচারক। খবর রয়টার্সের।

গত ১১ এপ্রিল লন্ডনের ইকুয়েডরের দূতাবাস থেকে জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। ২০১২ সালে সেখানে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন তিনি।

সুইডেনে ২০১০ সালে দায়ের করা এক শ্লীলতাহানির মামলায় তাঁকে গ্রেফতার করতে মরিয়া হয়ে ওঠে ব্রিটিশ সরকার। গ্রেফতারের পর অ্যাসাঞ্জের প্রত্যার্পণের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে তাঁকে ৫০ সপ্তাহ কারাদণ্ডের সাজা দিলো ওয়েস্টমিনিস্টারের আদালত।

উইকিলিকস নামক ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ মার্কিন প্রশাসন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক গোপন নথি ফাঁস করেন। সুইডেনের নাগরিক অ্যাসাঞ্জের ফাঁস করা নথির জেরে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অস্বস্তিতে পড়তে হয় একাধিক দেশের নেতাদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mamun ২ মে, ২০১৯, ৯:৫৬ এএম says : 0
but i like this man
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন