তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান বলেছেন, তুরস্কের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দরকার, তার চেয়ে বেশি ইউরোপীয় ইউনিয়নের দরকার তুরস্ককে। বৃহস্পতিবার আঙ্কারায় এক বৈঠকে এরদোগান এসব কথা বলেন। অর্থনৈতিক বেঠকে এরদোগান বলেন, ইউরোপীয় পরিবার থেকে তুরস্ককে বাদ দেয়ার চেষ্টা চালিয়ে যাওয়ার পরও আঙ্কারা তার পথে এগোচ্ছে। ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে ১৯৮৭ সালে আবেদন করেছিল তুরস্ক। ১৯৯৭ সালে ইউরোপীয় ইউনিয়নে ঢোকার অনুমতি পায় তুরস্ক। ২০০৫ সাল থেকে এর প্রক্রিয়া শুরু হয়। গ্রিক সাইপ্রাস প্রশাসন ছাড়াও জার্মানি ও ফ্রান্স বাধার মুখে ২০০৭ সালে এর প্রক্রিয়া স্থগিত হয়। আনাদোলু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন