বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সন্ত্রাস দমনে শ্রীলঙ্কাকে ১১ বিলিয়ন ডলার দেবে চীন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ মে, ২০১৯, ১২:১২ এএম

সন্ত্রাস দমনে সক্ষমতা অর্জনে শ্রীলঙ্কার পাশে এসে দাঁড়িয়েছে চীন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে কলোম্বকে ১১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে বেইজিং। লঙ্কান প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা স¤প্রতি চীন সফর করেন। সেখানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যেকার আলোচনায় এমন আশ্বাস দেয়া হয়। একইসঙ্গে দ্বীপরাষ্ট্রটির সেনাবাহিনীর সামর্থ্য বৃদ্ধিতে সাহায্য দেয়া হবে বলেও জানানো হয়েছে প্রেসিডেন্ট দফতর থেকে আসা এক বিবৃতিতে। ১১ বিলিয়ন ডলার ছারাও চীনের তরফ থেকে আরও ১৫০টি যান বাহন পাচ্ছে শ্রীলঙ্কার পুলিশ। শ্রীলঙ্কার কয়েকটি চার্চ ও অভিযাত হোটেলে সন্ত্রাসী হামলার এক মাসের মধ্যেই এই সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে চীন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন