মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশেষ বার্তার টুইট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০১৯, ১২:০৪ এএম

হলুদ-কালো শাড়ি। হালকা মেকআপ। কপালে ছোট্ট হালকা টিপ। গতকাল ভোটের দিনে এই লুকেই ছিলেন নুসরাত জাহান। অভিনেত্রী সত্তার বাইরে যার এখন রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তিনি ভারতের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন। সপ্তম দফা নির্বাচনের সকালে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন নুসরত।
সোশ্যাল মিডিয়া টুইটারে এ দিন সকালে একটি ভিডিয়ো শেয়ার করেছেন নুসরত। তিনি বলছেন, ‘ভোট আমাদের মৌলিক অধিকার। আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন না। সবাই ভোট করবেন। আমিও যাচ্ছি।’ ভোট দেওয়ার পর আঙুলে কালি লাগানো ছবিও শেয়ার করেছেন তিনি।
রাজনীতিতে নতুন নুসরত। কিন্তু জয়ের ব্যাপারে তিনি প্রচারের প্রথম দিন থেকেই আত্মবিশ্বাসী। বেশিরভাগ ক্ষেত্রেই শাড়ি পরে প্রচার করেছেন। মানুষের দরবারে পৌঁছতে চেষ্টা করেছেন বলে দাবি করেছেন। নায়িকা নুসরতের অনুরাগীর সংখ্যা প্রচুর। কিন্তু রাজনৈতিক পরিচয়ে তিনি মানুষের মন জয় করতে পারেন কিনা, তার উত্তর পাওয়া যাবে আগামী ২৩মে। সূত্র: এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন