শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফিলিপাইনে সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অপরাধ বিষয়ক এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটিতে সংবাদমাধ্যম কর্মীদের হত্যার ঘটনার কোন বিচার না হওয়ায় এ তালিকা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ ঘটনা। গতকাল শনিবার পুলিশ ও তার সহকর্মীরা একথা জানান। ফিলিপাইনের জাতীয় প্রেস ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, আলেক্স বালকোবা (৫৬) ম্যানিলার কেন্দ্রস্থলে তার পারিবারিক মালিকানাধীন একটি ঘড়ি মেরামতের দোকানের বাইরে গত শুক্রবার রাতে হামলার শিকার হন। ক্লাবের প্রেসিডেন্ট পল গুটিরেজ জানান, পিপলস ব্রিগেডা ট্যাবলয়েডের সাংবাদিক বালকোবার ওপর এ হামলা চালানো হয়। ২০১০ সাল থেকে ফিলিপাইনে এ ধরণের হামলার ঘটনায় ৩০ জনেরও বেশী সাংবাদিক নিহত হয়েছে। আর এসব ঘটনায় এখন পর্যন্ত কোন সন্দেহভাজনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন