শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দ. চীন সাগরে গোয়েন্দা ড্রোন বিমান মোতায়েন করেছে বেইজিং

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ চীন সাগরে প্রথমবারের মতো ড্রোন মোতায়েন করেছে বেইজিং। স্টিলথ বা রাডার ফাঁকি দিতে সক্ষম ড্রোন হারবিন বিজেডকে-০০৫’এর উপস্থিতি উপগ্রহ থেকে তোলা ছবিতে ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। ইমেজ স্যাট ইন্টারন্যাশনাল বা আএসআই এ ছবি তুলেছে। বিরোধপূর্ণ চীন সাগরের উডি আইল্যান্ড নিয়ে যখন তাইওয়ান ও ভিয়েতনামের সঙ্গে উত্তেজনা তুঙ্গে তখন ওই এলাকায় এই নজরদারি বা গোয়েন্দা ড্রোন মোতায়েন করা হলো। দূরপাল্লার ড্রোন হারবিন বিজেডকে-০০৫’এর ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সক্ষমতা নেই । গতমাসে উপগ্রহ থেকে তোলা ছবিতে ড্রোনে অস্ত্র বহনের কোনো আলামত পাওয়া যায় নি বলে জানানো হয়েছে। অবশ্য এ ড্রোন এক নাগাড়ে ৪০ ঘণ্টা আকাশে থাকতে পারে। সিনহুয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন