ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিমাণ চারগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে পরমাণু সমঝোতা লঙ্ঘন করেনি বলে জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে এক বিবৃতিতে একথা জানায়। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র তত্তাবধানে এ সিদ্ধান্তের বাস্তবায়ন শুরু হয়েছে। ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার অন্যায়ভাবে বেরিয়ে যাওয়ার এক বছরপূর্তিতে গত ৮ মে ইরান এ সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারার বাস্তবায়ন স্থগিত রাখার ঘোষণা দেয় ইরান। তেহরান ইউরোপীয় দেশগুলোকে জানিয়ে দেয়, তারা পরমাণু সমঝোতায় ইরানকে দেয়া অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করতে না পারলে পর্যায়ক্রমে তেহরান আরো শক্ত পদক্ষেপ নেবে। পার্সটুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন