শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

স্পেনে মসজিদ নির্মাণে অভিনব উদ্যোগ

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্পেনের সেভাইল শহরে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় মুসলিম অধিবাসীরা। কিন্তু টাকার অভাবে কাজ এগোচ্ছে না। এ মসজিদটি নির্মাণে অর্থ তুলতে এগিয়ে এলেন মালয়েশিয়ার কয়েকজন কণ্ঠশিল্পী ও চিত্রকর। ‘এ টাইল ফর সেভাইল’ শিরোনামের এ প্রচারণা শুরু হয়েছে ২৪ মে থেকে এবং এতে অংশ নিয়েছেন ফিন জামাল, ফরাহ ফৌজানাসহ বহু শিল্পী। আগামী ছয় মাস তারা প্রচারণা চালিয়ে মসজিদটি নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করবেন। জায়গা কেনাসহ মসজিদটি তৈরিতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭০ লাখ ইউরো বা প্রায় দেড়শ কোটি টাকা। মসজিদটি নির্মাণে অর্থ সহায়তার আবেদন জানিয়েছেন স্পেনের গ্রানাডা মসজিদের সভাপতি মালিক আবদের রহমান এবং সেভাইল মসজিদের পরিচালক ইব্রাহিম হার্নান্দেজ। ওয়ার্ল্ড বুলেটিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন