জার্মানির একজন শতবর্ষী নারী স্থানীয় একটি নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়ে তার রাজনৈতিক ক্যারিয়ারের সূচনা করেছেন। রোববার পশ্চিম জার্মানির কির্চহেইমবোলানদেন শহর থেকে নির্বাচিত হন তিনি। খবর সিএনএনের। শতবর্ষী ওই নারী লিসেল হেইস তৃণমূল পর্যায়ের গ্রুপ ‘উইর ফুর কিবো’র অংশ। তিনি আট হাজার বাসিন্দার কির্চহেইমবোলানদেন শহর থেকে নির্বাচন করা বাকি সব কাউন্সিলর প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়েছেন।
তিনি বলেন, গত এপ্রিল মাসে লিস হেইসের ১০০ বছর পূর্ণ হয়। চলতি বছরের বসন্তে তিনি কাউন্সিলর পদে নির্বাচনের সিদ্ধান্ত নেন এবং তিনি জিতেও যান! শুধু তাই নয়; তিনি ২০ জন প্রার্থীর মধ্যে প্রথম স্থান দখল করেছেন। সাবেক শিক্ষক ও আগ্রহী সাঁতারু হেইস তার নির্বাচনী প্রচারণায় স্থানীয় একটি আউটডোর পুল পুনরায় চালুর করার কথা বলেছেন। এন-টিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন