ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের হিস্টন অঙ্গরাজ্যে গুলিবর্ষণের ঘটনায় আট ব্যক্তি হতাহত হয়েছে। টেক্সাসের পুলিশ বলেছে, পুলিশের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গুলিবিনিময়ের ঘটনায় মোট দুজন হামলাকারী, চারজন পথযাত্রী ও দুজন পুলিশ হতাহত হয়েছে। পুলিশ আরো জানিয়েছে, সংঘর্ষে একজন পুলিশ নিহত হয়েছে এবং অপর এক পুলিশকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত তিনজন পথযাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ জানায়, সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিরা অত্যন্ত শক্তিশালী অস্ত্র দিয়ে পুলিশের হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালায়। অন্যদিকে টহলরত পুলিশও তাদের দিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন