ইনকিলাব ডেস্ক : ইউক্রেনে এক বৃদ্ধাশ্রমে আগ্নিকা-ে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময় গত রোববার ভোরে রাজধানীর কিয়েভের কাছে এক গ্রামে এ ঘটনা ঘটে। ইউক্রেনের জরুরি বিভাগের বরাত দিয়ে বিবিসি জানায়, বৃদ্ধাশ্রমে ৩৫ জনের বেশি বাসিন্দা ছিলেন। জরুরি বিভাগ ঘটনাস্থল থেকে ১৮ ব্যক্তিকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃদ্ধাশ্রমে অগ্নিকা-ের কারণ এখনো অজানা। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অগ্নিকা-কে ভয়াবহ দুর্ঘটনা বলে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভøাদিমির গ্রোইসম্যান। তিনি বলেন, অগ্নিকা-ে অপূরণীয় ক্ষতি হয়েছে। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন