শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলের ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ তছরুপের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ। এ জন্য তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার সুপারিশ করেছে পুলিশ। ইসরাইলি গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে। গত রবিবার এক বিবৃতিতে পুলিশ বলেছে, তারা তদন্ত শেষ করে প্রতিবেদন প্রসিকিউটরদের কাছে জমা দিয়েছে। তারাই এখন সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কী পদক্ষেপ নেয়া যায়। পুলিশের বিবৃতিতে এ সম্পর্কে তেমন কিছু বলা না হলেও অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যমে এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সারা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, তিনি তার অসুস্থ বাবার চিকিৎসা বিল রাষ্ট্রীয় তহবিল থেকে পরিশোধ করেছেন, যদিও তিনি আইন অনুসারে এটা পাবার যোগ্য নন। এ ছাড়া সরকারি টেন্ডারের নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সারা নিজেদের ব্যক্তিগত বাড়ির জন্য সরকারি টাকায় ইলেকট্রিশিয়ান ভাড়া করেছেন এবং বিলাসী খাবার কিনেছেন। তবে ফেসুবক পোস্টে নেতানিয়াহু দাবি করেছেন, তার স্ত্রীর বিরুদ্ধে কোনো সুপারিশ করেনি পুলিশ এবং তিনি কোনো অন্যায়ও করেননি। আলজাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন