শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

তীব্র তাপদাহ ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ১২:০৬ এএম

তাপ যেন কমার নামই নেই। তীব্র তাপদাহে তাই রীতিমতো পুড়ছে ভারত। এরইমধ্যে ভারতের বিভিন্ন স্থানে তাপমাত্রা বৃদ্ধি ফলে মৃত্যু হয়েছে অনেকের। সোমবার রাজধানী দিল্লিতে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। বার্তা সংস্থা আইএনএসের খবরে বলা হয়, সোমবার দিল্লির তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিল্লীর সফদারজংয়ে একটি পর্যবেক্ষণকেন্দ্রে গতকাল তাপমাত্রা ৪৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। অন্যদিকে পালামে অবস্থিত আরেকটি পর্যবেক্ষণকেন্দ্র থেকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দিল্লির তাপমাত্রা ৪৬ ডিগ্রি পৌঁছাতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। এজন্য তাপ প্রবাহের আগাম বার্তা জানিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়াবিদ দেবেন্দ্র প্রধান জানিয়েছেন, ১২ জুন পর্যন্ত গরমের এই দাপট থাকবে। ইতোমধ্যেই গরমের কারণে স্কুল-কলেজসহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটির মেয়াদ বাড়িয়ে দেয়া হয়েছে। এনডিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
alim ১২ জুন, ২০১৯, ৪:০৯ পিএম says : 0
আল্লাহর গজব
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন