শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সন্ত্রাসী শব্দটি ব্যবহার করবে না বিবিসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ১২:০৫ এএম

হামলার সংবাদের ক্ষেত্রে ‘সন্ত্রাসী’ শব্দটি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে দ্য ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)। সংবাদ প্রতিবেদনে পক্ষপাতদুষ্টতা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের বরাত দিয়ে দ্য ইসরাইল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সব হামলাকে এখন থেকে ‘সন্ত্রাসী হামলা’ হিসবে বর্ণনা করবে না বিবিসি। সংবাদে কারও উদ্ধৃতিতে শব্দটি না থাকলে এ ধরনের কোনও শব্দই ব্যবহার করবে না তারা। এ সম্পর্কে বিবিসির এক মুখপাত্র বলেন, যারা আমাদের কাছে সন্ত্রাসী তারা অন্যদের কাছে নায়কও হতে পারে। এজন্য আমরা সরাসরি কিছু বলবো না। এতে আমাদের নিরপেক্ষতা বজায় থাকবে। অতীতে ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষের প্রতিবেদন নিয়ে বেশ কয়েকবার সমালোচিত হয়েছে বিবিসি। অনেকেই তাদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশের অভিযোগ করেছে। বিবিসি।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন