শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতকে হিন্দুরাষ্ট্র ঘোষণার দাবিতে গোয়া সম্মেলন

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতকে হিন্দু জাতিরাষ্ট্র ঘোষণার দাবিতে নানা কর্মসূচি পালন করছে হিন্দুত্ববাদী সংগঠন। এ দাবিকে কেন্দ্র করে ভারতের গোয়াতে ১৯-২৫ জুন একটি কনভেনশন ডাকা হয়েছে। এতে শ্রীলঙ্কা, নেপাল, মালয়েশিয়া থেকে প্রতিনিধিসহ দুই শতাধিক হিন্দু সংগঠন অংশ নিতে পারে বলে ওই কনভেনশনের আয়োজক সংস্থা হিন্দু জনজাগৃতি সমিতি জানিয়েছে। জনজাগৃতি সমিতি সূত্র জানিয়েছে, বিশ্বে ১৫৭টি খ্রিস্টান রাষ্ট্র, ৫২টি মুসলিম রাষ্ট্র, ১২টি বৌদ্ধ রাষ্ট্র আছে। অথচ হিন্দুদের জন্য একটিও জাতিরাষ্ট্র নেই। সমিতি হিন্দুদের দুর্ভোগের জন্য ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রকে দায়ী করে বলেছে, ভারতকে একটি ধর্মরাষ্ট্রে পরিণত করতে হবে। সমিতির মুখপাত্র অরবিন্দ পানসারে বলেছেন, ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা হলে গরু জবাই নিষিদ্ধ করা, ধর্মান্তরকরণ রোধ এবং মন্দিরভিত্তিক ঐতিহ্যের সমৃদ্ধি ঘটানোসহ হিন্দু ঐতিহ্যের বাস্তবায়ন করা সম্ভব হবে। এর আগে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনা ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে। একই সঙ্গে অভিন্ন বেসামরিক আইন আরোপের দাবিও জানিয়েছে সংগঠনটি। মুম্বাইয়ের শিবাজি পার্কে এক সমাবেশে দলীয় প্রধান উদ্ধভ থ্যাকারে এ দাবি জানান। উদ্ধভ বলেন, যারা দেশে গরুর গোশত নিষিদ্ধে আইন প্রণয়নের কথা বলেন, তাদের উচিত প্রথমে এই দেশকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া এবং একক বেসামরিক আইন আরোপ করা। হিন্দুত্ববাদের বিষয়ে বিজেপির সমালোচনা করে থ্যাকারে বলেন, শিবসেনাই দেশে হিন্দুদের একমাত্র ত্রাণকর্তা। তবে তিনি পরিষ্কারভাবেই জানিয়েছেন, শিগগিরই বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্কোচ্ছেদের কোনো সম্ভাবনা নেই। হিন্দুস্তান টাইমস, ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন