শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের সাফল্যে স্টিফেন হকিংয়ের বিস্ময়

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অগ্রগতিতে বর্তমান বিশ্বের প্রখ্যাত তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন হকিং বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কিভাবে ডোনাল্ড ট্রাম্প এতটা জনপ্রিয়তা অর্জন করলো তা আমার বোধগম্য নয়। ব্রিটেনের প্রভাবশালী আইটিভি’র ‘গুড মর্নিং বিট্রেন’ শো অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। স্টিফেন হকিং বিস্ময় প্রকাশ করে বলেন, রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাফল্যের বিষয়ে আমার কাছে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিংবা প্রমাণ নেই। ‘তিনি তো একজন বক্তৃতাবাজ নেতা, যা সাধারণত কোনো দলের সাধারণ সদস্যদের সাধারণ বৈশিষ্ট্য হয়। আগে রেকর্ডকৃত স্টিফেন হকিংয়ের সাক্ষাৎকারটি লন্ডনের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ৬টায় সম্প্রচার করা হয়। গ্লোবাল নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন