শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আ.লীগে ৩ বিএনপিতে ১ বিদ্রোহী মাঠে

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জে হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার-প্রচারণা মেতে উঠেছে। প্রার্থীরা বিরামহীনভাবে গ্রাম-গঞ্জের হাট বাজার, চা এর দেকানসহ সরগরম হয়ে উঠছে। তারই পাশাপাশি পোস্টার, বেনার, ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। প্রার্থীরা ভোটাদের মন জয় করতে বিভিন্ন সামাজিক কর্মকা-ে যোগ দিয়ে মানুষের মন জয় করে নিচ্ছেন। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। একটি সূত্র জানায়, আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা গণসংযোগের পাশাপাশি ভোটারদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। উপজেলার ছয়টি ইউনিয়ানে আওয়ামী লীগের ছয়জন মনোনীত প্রার্থী, বিএনপি চার জনসহ একুশ জন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে তিন ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তিন জন। বিএনপিতে একজন বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি বিপাকে থাকলেও তাদের নেতারা বলছেন, মনোয়ন শেষ পর্যন্ত প্রত্যাহার না করলে ঘটনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এভারের ভোট যুদ্ধে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন, জিনারী ইউনিয়ান আওয়ামী লীগের সভাপতি আব্দুছ ছালাম, সিদলা ইউনিয়ানে বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, গোবিন্দপুর ইউনিয়ানে এডভোকেট সাইদুর রহমান, আড়াইবাড়ীয়া ইউনিয়ানে আওয়ামী লীগের নেতা আহাম্মদুল হাকিম ও পুমদী ইউনিয়ানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি জহিরুল ইসলাম মানিক, শাহেদল ইউনিয়ানে সাবেক চেয়ারম্যান ও হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক। অপর দিকে বিএনপি প্রার্থীরা হলেন শাহেদল ইউনিয়ানে বর্তমান চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, সিদলা ইউনিয়ানে সাবেক চেয়ারম্যান ফজলুল হক, আড়াইবাড়ীয়া ইউনিয়ানে জিয়া পরিষদের সহ-সভাপতি রবিউল আলম রবিন, গোবিন্দপুর ইউনিয়ানে এ বি এম জহির উদ্দিন সোহেল, পুমদী ও জিনারী ইউনিয়ানে বি এন পি কোন প্রার্থী দিতে পারে নাই। অন্য দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন সিদলা ইউনিয়ানে আওয়ামী লীগের নেতা সিরাজ উদ্দিন, আড়াইবাড়ীয়া ইউনিয়ানে আব্দুল জব্বার রতন, শাহেদল ইউনিয়ানে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। বি এন পি বিদ্রোহী প্রার্থী হলেন গোবিন্দপুর ইউনিয়ানে ছাত্রদলের নেতা শফিকুল ইসলাম হিমেল। তাছাড়া স্বত্বন্ত্র প্রার্থীরা হলেন জিনারী ইউনিয়ানে সাবেক চেয়ারম্যান শাজাহান সরকার, বর্তমান চেয়ারম্যান আব্দুল কদ্দুছ (তারা বি এন পি সমর্থিত লোক) আড়াইবাড়ীয়া ইউনিয়ানে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান খুর্শিদ উদ্দিন (স্বতন্ত্র প্রার্থী) পুমদী ইউনিয়ানে মাহবুবুল রহমান তিনিও বি এন পির সমর্থিত কর্মী। গোবিন্দপুর ইউনিয়ানে আজাহারুল ইসলাম, আলা উদ্দিন ও জাহেদুল ইসলাম তারা সকলেই স্বতন্ত্র প্রার্থী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন