মিয়ানমার নৌবাহিনীর একটি টাগবোটে হামলা চালিয়ে মিয়ানমার সামরিক বাহিনীর (তাতমাদাও) দুই সদস্যকে হত্যা করেছে আরাকান আর্মি। রাখাইন রাজ্যের সিত্তুইর কাছে সেত ইয়ো কিয়ায় এ হামলার ঘটনা ঘটে। এই প্রথম রাজ্যের কোনো নৌবাহিনীর জাহাজে হামলা হলো। তাতমাদাওয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন ইরাবতীকে বলেন, হামলায় দুজন নিহত ও একজন আহত হয়েছে। তিনি বলেন, তারা উপকূল থেকে গুলি করে। লুকাইয়ের [স্বপরিচালিত শান রাজ্যের কোকাঙের রাজধানী] হামলায় এ ধরনের রকেট ব্যবহৃত হয়। টাগবোটটিরও কিছুটা ক্ষতি হয়েছে। তিনি বলেন, ২২ জুন ভোর সাড়ে তিনটার দিকে হামলাটি হয়। আরাকান আর্মির সদস্যরা রকেট নিক্ষেপ করে। এসএএম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন