শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভারতে তিন তালাক নিষিদ্ধের দাবি

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তিন তালাকের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছেন ভারতের প্রায় ৫০ হাজার মুসলিম নারী। তিন তালাক প্রথাকে নিষিদ্ধে ভারতীয় মুসলিম নারী আন্দোলনের (বিএমএমএ) নেতৃত্বে করা এক পিটিশনে স্বাক্ষর করেছেন তারা। মূলত, মুসলিম প্রথা অনুযায়ী তিন তালাকের রেওয়াজের অবসান চাইছেন আন্দোলনকারী নারীরা। তিন তালাকের মাধ্যমে সম্পর্ক শেষ করার প্রথাকে ‘কোরআন বিরুদ্ধ’ বলেও দাবি আন্দোলনকারীদের। তিন তালাক প্রথার বিরুদ্ধে আন্দোলন সম্পর্কে ভারতীয় মুসলিম নারী আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা জাকিয়া সোমা বলেন, এই প্রথার বিরুদ্ধে প্রায় ৫০ হাজার নারী সোচ্চার হয়েছেন। মুসলিম নারীদের এই আন্দোলনকে সমর্থন জানানোর জন্য জাতীয় নারী কমিশনের কাছেও আবেদন জানাতে চলেছেন তাঁরা। এরই মধ্যে ভারতের জাতীয় মহিলা কমিশনে এই বিষয়ে চিঠিও পাঠিয়েছেন তারা। চিঠিতে উল্লেখ করা হয়েছে, মুসলিম সমাজে তিন তালাক প্রথার মাধ্যেমে বলা মৌখিক বিচ্ছেদের প্রথার আইনত অবলুপ্তি চান মুসলিম নারীরা। এই প্রথার জন্য ভারতের অনেক মুসলিম নারী নিজেদের নিরাপত্তা সঙ্কটে থাকেন। এ কারণে তালাক প্রথার অবসান হওয়া উচিত। ‘সিকিং জাস্টিস উইথইন ফ্যামেলি’ নামক এক সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতে প্রায় ৯২ শতাংশ মুসলিম নারী তিন তালাক প্রথার বিরোধী। নিজের এবং সন্তানদের জীবন সুরক্ষিত করতেই তারা এই তিন তালাক প্রথাকে নিষিদ্ধ করতে চান। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন