ইনকিলাব ডেস্ক : আয়লান কুর্দিকে নিয়ে শার্লি এবদোর ব্যঙ্গাত্মক কার্টুনের জবাব দিলেন জর্ডানের রানী রানিয়া। একটি টুইটে তিনি লিখেছেন, আয়লান বেঁচে থাকলে হয়তো চিকিৎসক হতে পারতো, শিক্ষক হতে পারতো বা একজন ভালো বাবা। পরিবারের সঙ্গে সিরিয়া থেকে পালিয়ে ইউরোপের আসার সময় গত বছর সমুদ্রে ডুবে মারা যায় আয়লান কুর্দি। তুরস্কের সমুদ্র সৈকতের বালুতে পড়ে থাকা তার মৃতদেহ সারা পৃথিবীতেই তীব্র আলোড়ন তোলে। ইউরোপের শরণার্থী সংকট গভীরতা এই ছবিটি তুলে ধরে বলে মনে করা হয়। কিন্তু নববর্ষের রাতে জার্মানির কোলন শহরে নারীদের উপর যৌন হামলার অভিযোগ ওঠার পর, ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোকে নিয়ে একটি কার্টুন প্রকাশ করে, যেখানে বলা হয়, আয়লান বেঁচে থাকলে সেও যৌন হামলা করত। সেই কার্টুনে দেখা যায়, একজন নারী দৌড়ে পালাচ্ছেন, তাকে তাড়া করছে কয়েকজন। তার নীচে লেখা, লক্ষ্যের খুব কাছে।
এই কার্টুন প্রকাশের পর পত্রিকাটির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ওঠে। এরই জবাবে আয়লানকে একজন চিকিৎসক হিসাবে একে জর্ডানের কার্টুনিস্ট ওসামা হাজ্জাজ একটি কার্টুন প্রকাশ করেন। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন