বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সউদী যুবরাজের সঙ্গে মোদির বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

জি-২০ বৈঠকের অতিরিক্ত সময়ে সউদী আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে, গতকাল শুক্রবার জাপানের ওসাকায় আয়োজিত দ্বিপাক্ষিক এই বৈঠকে সন্ত্রাসবাদ দমন ও দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো মজবুত করা নিয়ে কথা হয়। সেইসঙ্গে এনার্জি সিকিউরিটি এবং বিনিয়োগ নিয়েও আলোচনা করা হয়।
জি-২০ বৈঠকে যোগ দিতে বর্তমানে জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিকস গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলির রাষ্ট্র প্রধানদের সঙ্গে বৈঠকের পরে সউদী আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন মোদি।
এর আগে গত ফেব্রæয়ারি মাসে ভারত সফরে আসেন সউদী ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান। যৌথ বিবৃতি দিয়ে পুলওয়ামা হামলার কড়া নিন্দা করেন তিনি। সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
উল্লেখ্য, ভারতকে অপরিশোধিত তেল সরবরাহকারী রাষ্ট্র সউদী আরব। তবে তেল রপ্তানি ছাড়াও ভারতের সঙ্গে সউদীর আরো মজবুত সম্পর্ক গড়ে উঠেছে। এ ছাড়াও ভারতের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে তোলায় আগ্রহী সউদী আরবও। সূত্র : ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন