বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মিরে স্বাধীনতাকামীদের হামলায় ৩ বিএসএফ সৈনিক নিহত

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাশ্মিরে স্বাধীনতাকামীদের হামলায় ৩ বিএসএফ সদস্য নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে। অপরদিকে এ হামলার দায় স্বীকার করেছে হিজবুল মুজাহিদীন। খবরে বলা হয়, গত শুক্রবার বিকেলে জম্মু ও কাশ্মিরে বিএসএফের গাড়িতে স্বাধীনতাকামীদের হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন জওয়ান প্রাণ হারিয়েছে। বিএসএসের গাড়িবহরে ভয়াবহ ওই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি এ বিষয়ে বিএসএফের ডিজি’র কাছে জরুরি রিপোর্ট তলব করেছেন। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেন বিএসএফের ডিরেক্টর জেনারেল কে কে শর্মা। গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের খোঁজে অতিরিক্ত বাহিনী, সিআরপিএফ এবং রাষ্ট্রীয় রাইফেলস তল্লাশি শুরু করা হয়।
জম্মু ও কাশ্মির পুলিশের ডিরেক্টর জেনারেল কে রাজেন্দ্র বলেন, গত শুক্রবার বিকেল সাড়ে ৪টা নাগাদ বিজবেহারায় জাতীয় সড়কের ওপর দিয়ে সেনাবাহিনীর গাড়িবহর যাওয়ার সময় সন্ত্রাসীরা গুলি চালায়। গুলিতে নিহত হন বিএসএফ-এর হেড কনস্টেবল্ গিরিশ কুমার শুক্ল, কনস্টেবল মহিন্দর রাম এবং হাবালদার দীনেশ। গুরুতর আহত হয়েছে আরো পাঁচ জওয়ান। তাদের অবস্থা আশঙ্কাজনক। নিরাপত্তা বাহিনীর উপরে হামলাকারীদের সংখ্যা ৩ বলে মনে করা হচ্ছে। তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। একটি সূত্রে প্রকাশ, হামলাকারীরা বিজবেহারায় একটি সরকারি হাসপাতালে লুকিয়ে আছে। যদিও অন্য একটি সূত্র বলছে, হামলাকারীরা একটি মারুতি গাড়ি হাইজ্যাক করে পালিয়ে গেছে। এদিকে, বিএসএফে গাড়ি বহরে হামলার দায় স্বীকার করেছে হিজবুল মুজাহিদীন। এনডিটিভি, পিটিআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন