শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়ার জন্য তৈরি রণতরী পেল মিশর

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের কাছ থেকে অত্যাধুনিক মিস্ত্রাল যুদ্ধ জাহাজের প্রথম চালান পেয়েছে মিশর। ২০১৫ সালে মিশর ও ফ্রান্সের মধ্যে সই হওয়া সামরিক চুক্তির আওতায় কায়রোকে এ যুদ্ধজাহাজ সরবরাহ করা হয়েছে। চুক্তি অনুযায়ী ফ্রান্সের কাছ থেকে মিশর আরো একটি মিস্ত্রাল যুদ্ধজাহাজ পাবে। হেলিকপ্টারবাহী এ যুদ্ধজাহাজ কিনতে মিশরকে ব্যয় করতে হচ্ছে একশ’ কোটি ডলার। প্রথমে ফ্রান্স এ যুদ্ধজাহাজ রাশিয়ার জন্য তৈরি করেছিল। কিন্তু ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে ফ্রান্স যুদ্ধজাহাজ দুটি মস্কোকে সরবরাহ করতে অস্বীকৃতি জানায়। ফ্রান্স থেকে পাওয়া প্রথম যুদ্ধজাহাজের নাম রাখা হয়েছে জামাল আব্দুল নাসের। জাহাজটি আগামী দুই সপ্তাহের মধ্যে মিশরের আলেকজান্দ্রিয়া বন্দরে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় সেইন্ট নাজাইরে বন্দর থেকে যুদ্ধজাহাজটি মিশরের কাছে হস্তান্তর করা হয়। যুদ্ধজাহাজ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত মিশরের প্রতিরক্ষামন্ত্রী সেদকি সোবহি। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন