শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্ককে এফ-৩৫ বিমান দেবে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করবে না। রাশিয়ার কাছ থেকে তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে আমেরিকা এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউজে মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প তুরস্ককে এফ-৩৫ বিমান না দেয়ার ঘোষণা দেন। এ সময় তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনকে তুরস্কের সিদ্ধান্তের প্রতি সহানুভূতিশীল ছিল বলে অভিযোগ করেন। তুরস্ক ও আমেরিকার মধ্যকার বর্তমান অবস্থাকে অত্যন্ত কঠিন পরিস্থিতি বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন