শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ধরা পড়েননি কখনো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৯, ১২:০৮ এএম

শুধু কুলভ‚ষণ যাদব বা সর্বজিৎ সিং নন। গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের আরো অনেক গুপ্তচরকেই বন্দি হতে হয়েছে পাকিস্তানে। কেউ দীর্ঘদিন জেল খেটে মুক্তি পেয়েছেন। কারও প্রাণদন্ড হয়েছে। দীর্ঘদিন গুপ্তচরবৃত্তি করেও নির্বিঘেœ দেশে ফিরেছেন একমাত্র অজিত ডোভাল। তিনি বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

মুসলমান সেজে সাত বছর পাকিস্তানে আন্ডার কভার এজেন্ট ছিলেন অজিত ডোভাল। ভারতের বর্তমান নিরাপত্তা উপদেষ্টার তখন ছদ্মনাম ছিল ‘০০৭’। দীর্ঘদিন গুপ্তচরবৃত্তি করার পর আইএসআই এজেন্ট পরিচয়ে ১৯৮৮-তে ‘অপারেশন বø্যাক থান্ডার’-এর ঠিক আগে অমৃতসর স্বর্ণমন্দিরে ঢুকে অজিত ডোভাল ভিড়ে যান জঙ্গি শিবিরে। সে সময় পাঞ্জাবের এই স্বর্ণমন্দির রক্ষা করার পিছনে সব থেকে বড় অবদান ছিল তার। যখন স্বর্ণমন্দিরের দখল নিয়েছে জঙ্গিরা সেই সময় ওই মন্দির সংলগ্ন এলাকায় রিক্সাওয়ালা সেজে হাজির হয়েছিলেন তিনি। জঙ্গিদের কাছে তিনি নিজেকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর এজেন্ট বলে পরিচয় দিয়েছিলেন। পাক গুপ্তচর হওয়ায় জঙ্গিরা তাকে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে দেখিয়েছিলেন সার্বিক পরিস্থিতি। মন্দিরের ভিতরে জঙ্গিদের অবস্থান এবং গতিবিধি সম্পর্কে তার কাছ থেকে অবগত হয় ভারতীয় সেনাবাহিনী। তারপরেই জঙ্গিদের হটিয়ে স্বর্নমন্দিরের দখল নেয় ভারতীয় সেনা। সূত্র : জি নিউজ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন