রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হরমুজ প্রণালিতে ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৯, ১২:০২ পিএম

ইরানের নিয়ন্ত্রিত এলাকা হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি জানান, ড্রোনটি বৃহস্পতিবার নৌবাহিনীর জাহাজের ১০০০ গজের ভেতর চলে আসায় প্রতিরক্ষামূলক পদক্ষেপের অংশ হিসেবে এটিকে গুলি করে ভূপাতিত করা হয়। তবে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছেন, তাদের কাছে ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, চলতি বছর হরমুজ প্রণালিতে চারটি সৌদি ট্যাংকারে হামলার ঘটনা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, হামলাগুলো ইরান চালিয়েছে। তবে ইরান ওই অভিযোগ অস্বীকার করে। হামলার পরপরই অঞ্চলটিতে একটি রণতরী ও অতিরিক্ত সেনা মোতায়েন করে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসে হরমুজ প্রণালিতে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করে ইরান। এরপর ওই অঞ্চলে ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করলেন ট্রাম্প।

হোয়াইট হাউজে দেয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, আমি সবাইকে হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস বক্সার সংশ্লিষ্ট একটি ঘটনার কথা জানাতে চাই। একটি ইরানি ড্রোন একাধিক সতর্কতা অগ্রাহ্য করে বক্সারের খুব কাছাকাছি, প্রায় ১০০০ গজের মতো নিকটে চলে আসে। এতে জাহাজটি ও এর কর্মীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। প্রতিরক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে ড্রোনটি তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেয়া হয়। 

তিনি আরো বলেন, আন্তর্জাতিক জলসীমায় সক্রিয় জাহাজগুলোর ওপর সম্প্রতি ইরানের আক্রমণাত্মক ও উসকানিমূলক একাধিক পদক্ষেপের একটি ছিল এটি। ওই অঞ্চলে নিজেদের কর্মী, স্থাপনা ও স্বার্থ রক্ষার অধিকার রয়েছে যুক্তরাষ্ট্রের। 

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বৈদ্যুতিক জ্যামিং সরঞ্জাম ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন