বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানে সাবেক ধর্মমন্ত্রীর কারাদন্ড

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হজ নিয়ে দুর্নীতির মামলায় গত শুক্রবার পাকিস্তানের সাবেক ধর্মবিষয়ক মন্ত্রী হামিদ সাঈদ কাজমির ১৬ বছরের কারাদ- হয়েছে। এদিন বিচারক মালিক নাজির আহমেদ হজ বিষয়ক সংস্থার ডিরেক্টর জেনারেল শাকিলকে ৪০ বছরের জেল এবং ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সম্পাদক আফতাব আসলামকেও ১৬ বছরের কারাদ- দিয়েছেন। কাজমি এবং আফতাবকে রায় ঘোষণার পর আদালত থেকে কারাগারে নিয়ে যায় ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির সদস্যরা। শাকিল লাহোরে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর হেফাজতে আছেন। এই মামলায় ৬০ জন সাক্ষ্য দেয়। দ-প্রাপ্তরা হাইকোর্টে আপিল করতে পারবেন। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত হজ মন্ত্রণালয়ের দুর্নীতির ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সে সময়ই হামিদ কাজমিকে বরখাস্ত করা হয়। ২০১১ সালের ১৫ মার্চ তাকে গ্রেফতার করা হয়। ডন অনলাইন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন