শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

থাকলে নিষ্ক্রিয় হয়ে গেছে খালেদা জিয়া কোন সিম পুনর্নিবন্ধন করেননি -তারানা হালিম

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে কোনো সিম পুনর্নিবন্ধন করেননি। অনিবন্ধিত কোনো সিম তার হাতে থেকে থাকলেও তা নিষ্ক্রিয় হয়ে গেছে বলেও জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গতকাল (রোববার) সচিবালয়ে সিম পুনর্নিবন্ধন নিয়ে মোবাইল ফোন অপারেটর প্রতিনিধিদের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তারানা হালিম বলেন, প্রেসিডেন্ট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, এমপি, তিন বাহিনীর প্রধান, সরকারি কর্মকর্তাসহ সবাই সিম নিবন্ধন করেছেন। এখন পর্যন্ত ১১ কোটি ৬০ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হয়েছে। কার জাতীয় পরিচয়পত্র থেকে কতটি সিম নিবন্ধন হয়েছে, তা জুলাই মাস থেকে জানা যাবে। তারানা হালিম বলেন, বিএনপি চেয়ারপারসন একটি বড় রাজনৈতিক দলের প্রধান। তিনি সিম নিবন্ধন করলে অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতেন। অবশ্য এখনো চাইলে তিনি সিম নিবন্ধন করতে পারবেন। তবে সে জন্য ফি দিতে হবে। খালেদা জিয়া মোবাইল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করাননি ‘জেনে’ কয়েকদিন আগে এক অনুষ্ঠানে একে ‘দায়িত্বহীনতা’ আখ্যায়িত করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। গতকাল তারানা হালিম বলেন, “আমার জানা মতে খালেদা জিয়ার নামে কোনো সিম নামে নেই। সেক্ষেত্রে হয়ত উনি অন্যের মোবাইল ফোন ব্যবহার করে যোগাযোগ করেন। উনি এখনও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করেননি। উনার নামে না করলে সেটি ইতোমধ্যে ডিঅ্যাকটিভেটেড হয়ে গেছে।” প্রতিমন্ত্রী তারানা বলেন, ব্যক্তিগত ইনফরমেশন দিতে চাই না, সে জন্য একটু আগেভাগে বলে রাখি, যেহেতু উনার নিজস্ব নামে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করা নেই, নিয়ম সকলের ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য।
খালেদা জিয়া সিম নিবন্ধন না করায় হতাশা প্রকাশ করে তারানা হালিম বলেন, এখানে আমরা একটু কষ্ট পেয়েছি, একটু হতাশ হয়েছি যে যেহেতু তিনি করেননি, তিনি মোবাইল ফোন ব্যবহার করেন। তিনি করলে আমরা খুশি হতাম। আমরা আশা করেছিলাম, একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়া বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করে একজন সচেতন নাগরিকের ভূমিকা পালন করবেন। তবে খালেদা জিয়া চাইলে এখনও নিয়ম মেনে সিম নিবন্ধন করিয়ে নিতে পারেন জানিয়ে তারান হালিম বলেন, “তাকে সিমটি কিনে নিতে হবে। যথাযথ ট্যাক্স দিয়ে নিতে হবে। অপারেটররা যে সুযোগ দিয়েছিলেন, এক থেকে ৪ জুন, সেই সময়ে করলে বিনা পয়সায় করতে পারতেন। সেই সুযোগটিও তিনি গ্রহণ করেননি। এখন তিনি সিম কিনে নিতে পারেন। নিয়ম সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। উনি করে নেবেন আশা করি।” এসময় ওই সভায় আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন