শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৯৬ বছরে ৪২ মিনিটে ৫ হাজার মিটার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

৯৬ বছর বয়সে স্ব্বাভাবিকভাবে চলাফেরা করাটাই অনেকের কাছে বেম কষ্টসাধ্য ব্যাপার। সেখানে কয়েক হাজার মিটার দৌড়ানোতো অনেকটাই অসম্ভব। কিন্তু অসম্ভব কাজটাই খুব সহজে করেছেন রয় ইংলার্ট। বন্ধু-বান্ধবদের অনেকেই এখন হাঁটেন কচ্ছপের গতিতে। কেউ কেউ হাতের লাঠিতে ভর করে দুবেলা দু-চার কদম পায়চারি করতে পারেন। কোনও বন্ধু আবার শয্যাশায়ী। বয়স তাদের হাঁটাচলার শক্তিও কেড়ে নিয়েছে। কিন্তু এখনও নিজের দুই পায়ে ভর দিয়ে দিব্যি দৌড়ান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ৯৬ বছর বয়সী ইংলার্ট। একাই হাঁটেন, ছুটে বেড়ান আর দৌড়ে রেকর্ডও গড়লেন। যে রেকর্ড তিনি করলেন তার ধারে-কাছে আর কোনও প্রবীণ নেই। আইওয়া সাইক্লোন স্পোর্টস কমপ্লেক্স-এ ৫০০০ মিটার দৌড়াতে রয় ইংলার্ট সময় নিয়েছেন মাত্র ৪২ মিনিট ৩০ সেকেন্ড। বয়স তার কাছে সংখ্যার থেকে বেশি কিছু নয়। ৯৬ বছরের শরীরটাকে তিনি কেবল টেনে নিয়ে চলতে চান না। তিনি চান, তার শরীর যেন এখনও খাটাখাটনি করে। তাই ৪২ মিনিট টানা দৌড়ানোর পর তিনি এখনও হাঁপাতে হাঁপাতে বলেন, এটা মজার। আমি এটা ভালোবাসি। অদ্ভুত তার জীবনীশক্তি। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন