শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৩৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম


সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলের ইদলিব প্রদেশের এক বাজারে রাশিয়ার বিমান হামলায় ৩৮ নিহত হয়েছে বলে জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। সোমবার প্রদেশটির মারেত আল-নুমান শহরে এই হামলার ঘটনা ঘটে বলে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে জানিয়েছে সউদী গেজেট। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি জানায়, নিহতের সংখ্যা বাড়তে পারে। কারণ আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক এবং ধ্বংসাবশেষের নিচে অনেকে আটকে আছে এখনও। সিরিয়ায় কোন দেশের বিমান হামলা চালায় জানতে অভ্যন্তরীণ সূত্রগুলোর একটি নেটওয়ার্কের ওপর নির্ভরশীল সংস্থাটি। হামলার ধরন, অবস্থান, ফ্লাইট প্যাটার্ন, যুদ্ধোপকরণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এদিকে হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার এই অংশে কোনও মিশন পরিচালনা করেনি রাশিয়ার বিমান বাহিনী। এদিকে প্রদেশটিতে গত রোববারের বিমান হামলায় এক তরুণ সাংবাদিকসহ ১৮ জন নিহত হয়। দেশটিতে ২০১১ সালের পর থেকে এ পর্যন্ত তিন লাখ ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আনাদোলু।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন