‘বেইজিংয়ের কসাই’খ্যাত চীনের সাবেক প্রধানমন্ত্রী লি পেং মারা গেছেন। সোমবার সন্ধ্যায় বেইজিংয়ে তিনি মারা যান। তবে কীভাবে মারা গেছেন সে ব্যাপারে নির্দিষ্ট কিছু জানানো হয়নি। তিনি ইতঃপূর্বে মূত্রথলির (ব্লাডার) ক্যান্সারে ভুগেছিলেন। খবর বিবিসি।
১৯৮৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ১৯৮৯ সালে চীনের তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনে লি পেংয়ের ভূমিকার কারণে তিনি ‘বেইজিংয়ের কসাই’ হিসেবে পরিচিতি পান।
১৯৮৯ সালের ৪ জুন চীনের গণতন্ত্রের সমর্থনে বিক্ষোভ করা হাজার হাজার চীনা শিক্ষার্থীদের ওপর দেশটির তিয়েনানমেন স্কয়ারে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন লি। সমাজতান্ত্রিক দেশটির সৈন্যরা সেদিন শত শত নিরস্ত্র নাগরিককে হত্যা করেছিল।
এর আগে ১৯৮০ থেকে ’৯০-এর দশকে লি পেং চাইনিজ কমিউনিস্ট পার্টির শীর্ষ কয়েকটি পদে আসীন ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন