উত্তর : শরীয়তের দৃষ্টিতে নতুন বিবাহে কোনো সমস্যা নেই। তবে রেজিস্ট্রির সময় আগে বিবাহ করেননি, এমন একটি মিথ্যা বলার গোনাহ আপনাকে করতে হবে। তা ছাড়া, আগের বিয়েটি কোনোরকম বৈধ হলেও সামাজিক হয়নি, অথচ শরীয়তে বিয়ে সামাজিক হওয়া জরুরি। যেন, সন্তানরা বৈধতার সামাজিক সুবিধা পায়। স্বামী-স্ত্রীও কোনো সঙ্কটকালে সামাজিক সুবিধা পেতে পারে। যেজন্য গোপনে বিবাহ শরীয়তে খুবই নিন্দিত। আগের বিয়েটি কেবল আইনত শুদ্ধ ছিল। নতুনটিও শুদ্ধ হবে।
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন