ইনকিলাব ডেস্ক : ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে এগুচ্ছেন ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে। এবার দেশে দুর্নীতি কমাতে মাদক ব্যবসায়ীদের সরাসরি গুলি করতে নিজ দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গত রোববার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন রডরিগো। নাগরিকদের উদ্দেশ্য করে রডরিগো বলেন, আপনাদের আশপাশে যদি কোনো মাদক ব্যবসায়ী থাকে তাহলে আমাদের জানান। পুলিশ অ্যাকশন নেবে। যদি তা না পারেন এবং আপনাদের হাতে গুলি থাকে তাহলে তাদের গুলি করুন। আপনারা আমার সাপোর্ট পাবেন। আর যদি সে হিংস্র হয়ে ওঠে তাহলে তাকে মেরে ফেলুন। আর আপনি যদি নিজেই মাদকের সঙ্গে জড়িত থাকেন তাহলে আমিই আপনাকে মেরে ফেলবো, যোগ করেন তিনি। বিবিসি, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন