শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ওমরাহযাত্রীদের সর্বোত্তম সেবার আশ্বাস সউদী যুবরাজের

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনায় ওমরাহযাত্রীদের সর্বত্তোম সেবা দেয়ার আশ্বাস দিয়েছেন সউদি আরবের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মোহাম্মাদ বিন নায়েফ। পাশাপাশি ওমরাহ পালনের সময় পবিত্র ঘরের মেহমানদের সার্বিক নিরাপত্তা প্রদান ও তাদের জন্য আরামদায়ক ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। যুবরাজ স্মরণ করিয়ে দিয়ে বলেন, আল্লাহর মেহমানদের সর্বোত্তম সেবা দেয়া রাজ্যের ঐতিহ্যগত প্রথা। পবিত্র রমজান মাসে লাখ লাখ ওমরাহযাত্রীকে বরণ করে নিতে সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে। নায়েফ মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সালের উপস্থিতিতে ওমরাহ মৌসুমে যাত্রীদের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করেছেন। হজ ও ওমরাহ বিষয়ক বিশেষ বাহিনীর প্রধান ব্রি. আব্দুল্লাহ আল গাফিজ জানান, পবিত্র মসজিদে ৫০ কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর ৪ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। আরব নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন