শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সন্ত্রাস ইস্যুতে কঠোর প্রতিক্রিয়া ইরানের

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সন্ত্রাসে মদদ দেওয়া দেশগুলোর সামনের সারিতে ইরানের নাম উল্লেখ করা-সংক্রান্ত যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে গত রোববার ইরানের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ করে বলা হয়, ইরান বিশ্বে সন্ত্রাসে মদদদানকারী শীর্ষস্থানীয় দেশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাইন জাবেরি আনসারি বলেন, যুক্তরাষ্ট্রের এ দাবি মিথ্যা। এর ফলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতাই কেবল নষ্ট হয়েছে। তিনি বলেন, যখন কোনও জাতি নিজেদের স্বাধীনতার জন্য সংগ্রাম করে তখন তাদের পাশে দাঁড়ানো সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার উদাহরণ হতে পারে না। আমেরিকার প্রতিবেদনে আনা এ ধরনের অভিযোগ আমরা অস্বীকার করছি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-র প্রশ্নের জবাবে এ কথা বলেন আনসারি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সমালোচনা করে আরও বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীই বরং ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনে অকারণ হস্তক্ষেপ করেছে এবং সেখানকার সন্ত্রাসী দলগুলোকে ধ্বংসাত্মক সমর্থন করেছে। গত বৃহস্পতিবার প্রকাশিত মার্কিন প্রতিবেদনে বলা হয়, বিশ্বের মধ্যে ইরান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। দেশটি সিরিয়া ও ইরাকে চলমান সংঘর্ষে উস্কানি দিয়ে যাচ্ছে। এছাড়া, বাহরাইন সরকার তেহরানের বিরুদ্ধে তাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করা এবং শিয়া জঙ্গিদের অস্ত্র সরবরাহ করার অভিযোগ করেছে। শিয়া জঙ্গিরা বাহরাইনের নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকবার হামলা চালিয়েছে। তবে তেহরান এ অভিযোগও অস্বীকার করেছে। বিবিসি, রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন