শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সংলাপে বহিঃশক্তি হস্তক্ষেপ করতে পারবে না : রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ভেনিজুয়েলার চলমান রাজনৈতিক সংকট নিরসনে সম্ভাব্য যেকোনো সংলাপ হতে হবে নিঃশর্ত এবং তাতে কোনো বিদেশি হস্তক্ষেপ থাকতে পারবে না। তিনি শনিবার সুরিনাম প্রজাতন্ত্র সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ভেনিজুয়েলার রাজনৈতিক সংকট সেদেশের সরকার ও বিরোধীপক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে এবং এতে কোনো বহিঃশক্তি হস্তক্ষেপ করতে পারবে না। মস্কো ভেনিজুয়েলার সরকার বিরোধীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলেও জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি আমেরিকার নাম উচ্চারণ না করে বলেন, পাশ্চাত্যের উচিত কারাকাসের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার পরিবর্তে দেশটিতে সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করা। মার্কিন সরকার স¤প্রতি ভেনিজুয়েলার সরকার বিরোধীদের প্রতি সমর্থন জানিয়ে দেশটির সরকারের পতন ঘটানোর ব্যাপক চেষ্টা চালিয়েছে। গত জানুয়ারি মাসে আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা জুয়ান গুয়াইদো এক জনসভায় নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। তার এ ঘোষণার পর দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা চরম আকার ধারণ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো সরকারকে উৎখাতের জন্য দেশটির ওপর অর্থনৈতিক চাপ জোরদার করেন এবং একাধিকবার দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন। পার্সটুডে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন