শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাবুলে মুহুর্মুহু গুলি বোমায় নিহত ২০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ১২:০২ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে একজন ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর অফিসের সামনে আত্মঘাতী বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আফগান সরকার সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহর কার্যালয়ের সামনে রোববার ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সহযোগী ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহও হামলায় সামান্য আহত হয়েছেন। দুই মাসব্যাপী নির্বাচনী প্রচারের শুরুতেই হামলার শিকার হলেন তিনি। আগামী ২৮ সেপ্টেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে নি। তবে তালেবান ও দায়েশ এ ধরনের হামলা চালিয়ে থাকে। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন