শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

মেহবুবাকে গ্রেপ্তার করে দমানো যাবে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

স¤প্রতি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে ভারত সরকার। ৩৭০ ধারা বাতিল করার আগের দিনই জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহকে গৃহবন্দি করা হয়। ৩৭০ ধারা বিলোপ হওয়ার ঠিক পরেই তাঁদের গ্রেপ্তার করা হয়। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন মেহবুবা মুফতির মেয়ে সানা ইলতিজা জাভেদ। সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সানা বলেন, সরকার আমার মায়ের মনোবল ভেঙে দিতে চাইছে। কিন্তু ওরা জানে না যে আমার মা মনের দিক থেকে খুবই শক্তিশালী নারী। মেহবুবাকে গ্রেপ্তার করে কাশ্মীরিদের দমানো যাবে না বলে মন্তব্য করেন তিনি। এই মুহূর্তে কাশ্মীরের মানুষের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম নেই। সেখানে এখন বন্ধ রয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। অন্যান্য রাজ্যে কর্মরত কাশ্মীরিরা পরিবারের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না। এলাকাজুড়ে জারি রয়েছে কার্ফু। যাদের উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু তাঁদেরই দিন কাটছে অনিশ্চয়তার মধ্যে। মেহবুবা মুফতির সঙ্গে দেখা করারও অনুমতি পাচ্ছে না মেয়ে ইলতিজা। এশিয়ান নিউজ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন