বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিতর্কিত পানিসীমায় চীনা রণতরী, তীব্র প্রতিবাদ

প্রকাশের সময় : ১০ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের পানিসীমায় চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রথমবার অনুপ্রবেশের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। গতকাল বৃহস্পতিবার খুব ভোরে চীনা রাষ্ট্রদূতকে তলব করে এ প্রতিবাদ জানায় টোকিও। জাপান দাবি করছে, মধ্যরাতের পরে চীনা ফ্রিগেট বিতর্কিত দ্বীপপুঞ্জের পানিসীমার ২৪ মাইল বা ৩৮ কিলোমিটারের ঢুকেছিল। পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জটি চীনে দিয়াইউ এবং জাপানে সেনকাকু নামে পরিচিত। টোকিওস্থ চীনা রাষ্ট্রদূতকে রাত দুইটার সময়ে তলব করেন জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আকিতাকা সাইকি। চীনা ফ্রিগেট ঢোকার বিষয়ে জাপানের গভীর উদ্বেগ জানানোর জন্য চীনা রাষ্ট্রদূতকে তলব করা হয় বলে জানান। এদিকে টোকিওতে নিয়মিত সংবাদ ব্রিফিং-এ জাপানের প্রধান ক্যাবিনেট সচিব ইউশিহাইদ সুগা বলেন, চীনের এ তৎপরতায় বিরাজমান উত্তেজনাকে আরো তুঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। পূর্ব চীন সাগরের দিয়াইউ বা সেনকাকু দ্বীপ নিয়ে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। জাপান ২০১২ সালে দ্বীপটিকে জাতীয়করণ করার পর থেকে প্রায়ই চীনা জাহাজ ও বিমান বিতর্কিত অঞ্চল দিয়ে টহল দেয়। চীনও ওই দ্বীপের মালিকানা দাবি করে আসছে। দিয়াইউ বা সেনকাকু দ্বীপের সার্বভৌমত্ব ছাড়ের বিষয়ে কোনো আপস করবে না বলে এর আগে ঘোষণা করেছে টোকিও এবং বেইজিং। চীনের উপকূল থেকে দ্বীপটি ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৩ সালের নভেম্বর মাসে বিতর্কিত দ্বীপপুঞ্জকে ঘিরে আকাশ প্রতিরক্ষা জোন গঠন করে বেইজিং। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন