সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বোকো হারামের হাতে মোট ১২শ’ নিহত

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফ্রিকার দেশ ক্যামেরুনে বোকো হারামের হাতে অন্তত ১,২০০ মানুষ নিহত হয়েছে। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত এসব হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ক্যামেরুনের যোগাযোগমন্ত্রী ঈসা চিরোমা বাকারে জানান, নাইজেরিয়া-ভিত্তিক বোকো হারাম সন্ত্রাসীরা তার দেশের উত্তর সীমান্তে অন্তত ৩১৫ বার অভিযান চালিয়েছে। এছাড়া বোমা হামলা চালিয়েছে ৩২ বার। রাজধানী ইয়াউন্দে সাংবাদিকদের কাছে মন্ত্রী ঈশা বলেন, বোকো হারাম সন্ত্রাসীদের হামলায় ১,০৯৮ জন বেসামরিক ব্যক্তি, ৬৭ জন সেনা ও তিনজন পুলিশ নিহত হয়েছে। গত বছরের জুলাই মাস থেকে ক্যামেরুনের উত্তরাঞ্চলে উগ্র তাকফিরি বোকো হারাম সন্ত্রাসীরা দফায় দফায় হামলা চালিয়ে আসছে। চলতি বছরে সে হামলা প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ঈসা বাকারে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যামেরুনের সেনারাও যোগ্য জবাব দিয়ে আসছে। সে কারণে তাদের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে তারা এখন বোমা হামলার জন্য নারী ও তরুণীদেরকে পাঠাচ্ছে। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন