পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারী বৃষ্টির পর ভূমিধসের কারণে একই পরিবারের পাঁচ শিশুসহ সাত জন নিহত হয়েছে। সে দেশের পুলিশ সূত্রে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখার (লাইন অব কন্ট্রোল) রাউলা কোট জেলার আজিরা গ্রামের এক পরিবার ওই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। পুলিশ কর্মকর্তা রাজা জুলকারনাইন রবিবার জানান, আজিরা গ্রামে ভারী বৃষ্টিপাতের পর ওই পরিবারের ঘর ধসে পড়লে বাসিন্দারা এর নিচে চাপা পড়ে। গ্রামবাসীদের সহায়তায় উদ্ধারকর্মীরা ধসে পড়া ঘরের মধ্যে থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। একইভাবে সেখানে আরও দুইটি ঘর ধসে পড়ার খবর পাওয়া গেছে। পাকিস্তানে বর্ষা মৌসুমে প্রায়শই ভূমিধস ও বন্যা হয়। বিশেষত পার্বত্য এলাকায় প্রতি বছর এতে অনেক মানুষ প্রাণ হারায়। ডন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন