শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিক্রি হলো মৃত্যুদন্ড প্রাপ্তের ৪০ তলা বাড়ি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

ডিজিটাল যুগে এসে ঘরে বসেই কেনা-বেচা করছেন অনেকে। মার্ট, শপিংমলে যাওয়ার শ্রমটা যেন এখন অসহ্য। ড্রয়িংরুমের সোফায় বসে টিভি দেখতে দেখতে স্মার্টফোনেই নিজের পছন্দের জামা, জুতো, প্রসাধনী কিনে ফেলেন অনেকে। কিন্তু তাই বলে আস্ত এক ইমারত অনলাইলে কেনা চারটিখানি কথা নয়। তাও আবার ৪০ তলা ভবন! মঙ্গলবার এমনটাই ঘটল চীনের রাজধানী বেইজিংয়ে। সেখানে ৪০ তলা একটি ভবন অনলাইনে বিক্রি হয়েছে। মঙ্গলবার নিলামের মাধ্যমে বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ২০০ কোটি টাকারও বেশি দামে ভবনটি কিনে নেন। অনলাইনে কেনা-বেচার প্রখ্যাত ওয়েবসাইট আলিবাবায় নিলামে তোলা হয় ভবনটি। আর নিলামের তোলার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি হয় এটি। বেশ কিছু চীনা সংবাদমাধ্যমে প্রকাশ, ভবনটির মালিক মৃত্যুদন্ডপ্রাপ্ত এক ফেরারি আসামির। ২০১৪ সালে দুর্নীতির দায়ে চীনা ধনকুবের গুয়ো ওয়েঙ্গনইকে মৃত্যুদন্ডের রায় দিয়েছিল দেশটির আদালত। রায় শোনার পর পরই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান ওয়েঙ্গনই। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন